বঙ্গে একশো দিনের প্রকল্পে আপত্তি নেই, হাই কোর্টে অবস্থান বদল কেন্দ্রের! অবিলম্বে কাজ শুরুর নির্দেশ
প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
গোবিন্দ রায়: হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে চরম বিরোধিতা! অবশেষে কলকাতা হাই কোর্টে অবস্থান পরিবর্তন কেন্দ্রের। একশো দিনের কাজ শুরু করতে কোনও অসুবিধা নেই বলে উচ্চ আদালতে জানাল কেন্দ্রের আইনজীবী। অবিলম্বে একশো দিনের কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান-প্রদান জন্য একমাস সময় দিয়েছে আদালত। তারমধ্যেই শুরু করতে হবে একশো দিনের কাজ।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]