• রাজারহাটে রেলিং ভেঙে খালে পড়ে গেল বাস! আহত প্রায় ৫০ জন, বেড়াচাঁপা থেকে করুণাময়ী আসার পথে দুর্ঘটনা
    আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৫
  • রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল বাস। শুক্রবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী। দেগঙ্গা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে গিয়েছে রাজারহাট থানার পুলিশ।

    শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ যাত্রিবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট-হাড়োয়া খালে (স্থানীয়দের কাছে মাজার খাল নামেও পরিচিত) পড়ে যায়। সেই সময় বাসে ছিলেন প্রায় ৫০ জন যাত্রী। বাসটি বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর স্থানীয়েরা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য, রাস্তার অবস্থা খারাপ। এই কারণে প্রতি দিনই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন তাঁরা। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের বক্তব্য, বেপরোয়া গতিতে বাসটি ছোটাচ্ছিলেন চালক। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে পড়ে যায় বাস।

    প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেড়াচাঁপা থেকে চাকলা করুণাময়ীগামী বাসটি খড়িবাড়ি হয়ে রাজারহাটের দিকে যাচ্ছিল। রাজারহাট থানা এলাকার খড়িবাড়িতেই দুর্ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয়েরাই জলে নেমে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজারহাট থানার পুলিশ। আহত যাত্রীদের দেগঙ্গা হাসপাতালে পাঠানো হয়। এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ন’জনকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসটিকে ক্রেনের মাধ্যমে খাল থেকে তোলার চেষ্টা হচ্ছে। বাসের মধ্যে বা জলার নীচে কাদায় কেউ আটকে রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।
  • Link to this news (আনন্দবাজার)