• চলচ্চিত্র উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে এবার কাকদ্বীপের যুবকের ছবি
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপের বাসিন্দা নন্দন ঘোষ পরিচালিত সিনেমা দেখানো হবে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কাকদ্বীপের চার তরুণ-তরুণী এই ছবিতে কাজ করেছেন। সাত নভেম্বর বিকেল পাঁচটায় নজরুলতীর্থ (২) ও ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টায় রবীন্দ্রসদনে ছবিটি দেখানো হবে।

    জানা গিয়েছে, নন্দনবাবু ২০২২ সালে ‘গেট আপ কিংশুক’ নামে একটি সিনেমা তৈরির কাজ শুরু করেন। আর্থিক সঙ্কট থাকায় তাঁকে প্রায়শই বাধার সম্মুখীন হতে হয়েছে। তবুও দাঁতে দাঁত চেপে ছবির কাজ চালিয়ে যান। ২০২৪ সালের শেষে কাজ সম্পূর্ণ হয়। ছবির প্রধান ও পার্শ্বচরিত্র মিলিয়ে ১৪ অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন। আর পরিচালক চিত্রগ্রাহক ও দু’জন অভিনেতা কাকদ্বীপেরই বাসিন্দা। দু’টি গান আছে সিনেমায়। কাকদ্বীপের বাসিন্দা দীপান্বিতা দাস একটি গেয়েছেন। পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন।

    এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে মোট সাতটি ছবি নির্বাচিত হয়েছে। তার মধ্যে একটি ‘গেট আপ কিংশুক’। পরিচালক নন্দন বলেন, ‘ছবির প্রধান চরিত্রে রয়েছে গ্রামের একটি ছেলে। যে ১৮ বছর গ্রামে কাটিয়ে কলকাতা শহরে এসেছে। এখানে আসার পর তার জীবনের সবদিক পরিপূর্ণ হয়। কিন্তু জীবনের রুটিন যায় বদলে। সে রাত দু’টো নাগাদ ঘুমোতে যেত। উঠত সকাল দশটায়। এই সময় পরিবর্তন তার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। সেই গল্পই এই ছবিতে ফুটে উঠেছে।’

    দর্শকদের সিনেমাটি ভালো লাগবে বলে আশাবাদী পরিচালক।
  • Link to this news (বর্তমান)