• চলন্ত ট্রেনেই সন্তান প্রসব বছর উনিশের প্রসূতির, সাহায্যের হাত বাড়ালেন কর্তব্যরত রেল আধিকারিকরা
    এই সময় | ০৭ নভেম্বর ২০২৫
  • চলন্ত এক্সপ্রেস ট্রেনেই সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের হিজলি স্টেশনে। ১৮৪১৯ পুরী-জয়নগর এক্সপ্রেস ট্রেনে ঘটনাটি ঘটেছে।

    ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ওডিশার পুরী থেকে বিহারের জয়নগর স্টেশন পর্যন্ত যায়। ওই ট্রেনেই ওডিশার কটক থেকে সমস্তিপুর পর্যন্ত যাচ্ছিলেন রানি কুমারি নামে ওই প্রসূতি ও তাঁর পরিবার। তাঁদের বাড়ি বিহারের দ্বারভাঙা এলাকার হাথৌড়িতে। বৃহস্পতিবার কটক থেকে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে চড়েছিলেন তাঁরা।

    ট্রেনেই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। এর পরে ট্রেনেই ওই প্রসূতি একটি কন্যা সন্তানের জন্ম দেন। ট্রেনটি হিজলি স্টেশনে এসে দাঁড়ালে RPF, GRP-সহ রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তাঁদের তৎপরতায় মা ও সদ্যোজাতকে রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসূতির স্বামী জানান, মা ও নবজাতক দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেই সুস্থ র‍য়েছেন।

  • Link to this news (এই সময়)