• আজ কেমন থাকবে শহরের আকাশ? জানুন আপডেট
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • কলকাতা, ৭ নভেম্বর: খামখেয়ালি মতিগতি আবহাওয়ার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বেড়েছে তাপমাত্রা। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রিরও বেশি। উপরের দিকে ছিল সর্বোচ্চ তাপমাত্রাও। আজ, শুক্রবার ঝলমলে থাকবে শহরের আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ দিকে রাতের তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামতে পারে। আর আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার নাগাদ তা নেমে যেতে পারে ১৮-১৯ ডিগ্রির ঘরে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।
  • Link to this news (বর্তমান)