• অবিলম্বে বাংলায় ১০০ দিনের কাজ শুরু করতে হবে, কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্ট। ১০০ দিনের কাজ নিয়ে ফের ধাক্কা খেল মোদি সরকার। বাংলায় ১০০ দিনের প্রকল্প অবিলম্বে শুরু করতে হবে। শুক্রবার কেন্দ্রকে এমনই নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বকেয়া টাকা নিয়ে নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য একমাস সময় বেঁধে দিয়েছে আদালত। এই প্রথম বকেয়া অর্থ নিয়ে নির্দেশ দেওয়া হল কেন্দ্রকে।

    চলতি বছরের ১ আগস্ট থেকে ১০০ দিনের কাজ চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৮ জুনের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সম্প্রতি সেই মামলা খারিজ করে সর্বোচ্চ আদালত। তারপর আবার মামলাটি এসেছে হাইকোর্টে। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সময় কেন্দ্রের আইনজীবী জানান, প্রকল্পের কাজ পুনরায় চালু করতে কোনও অসুবিধা নেই।

    ২০২২ সালের মার্চ মাস থেকে মনরেগা আইনের ২৭ নম্বর ধারা প্রয়োগ করে বাংলায় ১০০ দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র। তারপর থেকেই চিঠি-পাল্টা চিঠির লড়াইয়ের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। কেন্দ্রের সমস্ত শর্ত মেনে নেওয়ার পাশাপাশি তাদের পাঠানো পর্যবেক্ষক দলের তোলা প্রশ্নের জবাবে ২৩টি অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) পাঠিয়েছে নবান্ন। তাও কেন্দ্র কোনও টাকা ছাড়েনি। ফলে বঞ্চিত হচ্ছিলেন যোগ্যরা। আদালতের এদিনের নির্দেশের ফলে জয় হল বাংলারই।
  • Link to this news (বর্তমান)