‘মাফিয়াদের হাতে ক্ষমতা নয়, বিহারে বদল আসছে’, ভোট প্রচারে গিয়ে বললেন যোগী
প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, পশ্চিম চম্পারণ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মাফিয়া ও অপরাধীদেরকে শাসনের স্বাদ পেতে দেওয়া চলবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যখনই তারা হাতে ক্ষমতা পাবে, তখনই তার অপব্যবহারে ব্যস্ত হয়ে উঠবে তারা।
বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারণায় যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার এই বক্তব্য রাখেন। তিনি বলেন, বিহার এখন উন্নয়নের পথে এগোচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯০ থেকে ২০০৫ সালের মধ্যে আরজেডি শাসনামলে ৬০টির বেশি জাতিগত গণহত্যা এবং ৩০,০০০ অপহরণের ঘটনা ঘটেছিল। সে সময় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী এমনকী শিশুদেরও অপহরণ করা হত। সেই সময় পেশাদার মাফিয়া ও অপরাধীদের বাড়াবাড়ি ছিল তুঙ্গে।
যোগী আদিত্যনাথ বেত্তিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রেণু দেবীর জন্য ভোট প্রার্থনা করেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং কংগ্রেস-আরজেডি জোটের তীব্র সমালোচনা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে তাদের জোটের শরিক সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মাফিয়াদের আশ্রয় দিত। তিনি বলেন, এটি সহ্য করা হবে না। আজ উত্তরপ্রদেশে যুবকদের চাকরি, শিক্ষা এবং মহিলাদের নিরাপত্তা দিয়েছে। সেখানে মাফিয়াদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
যোগী লখনউয়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন। সেখানে এক কুখ্যাত মাফিয়া গরিবদের জমি দখল করে ডিজিপি-র বাসভবনের সামনে প্রাসাদ তৈরি করেছিল। তিনি সেটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপর সেখানে গরিবদের জন্য ৭২টি বাড়ি তৈরি করে প্রত্যেকের হাতে চাবি তুলে দেন। তিনি বলেন, প্রয়াগরাজেও একই কাজ করা হয়েছে। যোগী বারবার জোর দেন, মাফিয়া ও অপরাধীদের ক্ষমতার স্বাদ পেতে দেওয়া চলবে না।
প্রথম দফার নির্বাচনেও মানুষ এনডিএ-কে ভোট দিচ্ছে। বিহারের হাওয়া বলছে, ১৪ নভেম্বর ফল ঘোষণার দিন আবার এনডিএ সরকারের স্লোগানই শোনা যাবে।