• ‘জো রাম কা নহি, কিসি কাম কা নহি’, বিহারে ভোটপ্রচারে যোগীর রণহুংকার
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, বিহার: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে কেঁপে উঠল সীতামঢ়ির পরিহার ও সুরসন্দ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এনডিএ প্রার্থী গায়েত্রী দেবী (বিজেপি) এবং নাগেন্দ্র রাউত (জেডিইউ)-এর সমর্থনে নির্বাচনী প্রচার করেন।

    জনতার বিপুল উল্লাসের মধ্যে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, ‘বিহারের মাফিয়াদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’ তিনি বলেন, বিহারের মানুষ এখন জাত-পাতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন ও জাতীয়তাবাদের পক্ষে দাঁড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী গর্জে ওঠেন, ‘যারা ভগবান শ্রীরাম এবং মা জানকীকে নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের উচিত শিক্ষা দিতে হবে। যিনি রামের নন, তিনি আমাদের কোনও কাজের নন!’

    বিরোধী পক্ষের দিকে কড়া আক্রমণ শানিয়ে যোগী প্রশ্ন তোলেন, ‘কে বিহারের মানুষের পরিচয় আজ সংকটে ফেলে দিয়েছে?’ তিনি আরজেডি ও কংগ্রেসকে দুর্নীতির জন্য দায়ী করে বলেন, এই দলগুলোই রামভক্তদের উপর গুলি চালিয়েছিল। তবে ছবিটা পালটেছে। অযোধ্যায় বিশাল রাম মন্দির দাঁড়িয়ে রয়েছে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১১ বছরে দেশের উন্নয়ন তুলে ধরে যোগী আদিত্যনাথ বিহারের দ্রুত সড়ক, বিদ্যুৎ, জল এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, এনডিএ সরকারের প্রকল্পগুলো বিভেদ ছাড়াই প্রতিটি দরিদ্র মানুষের কাছে পৌঁছতে পেরেছে।

    জনগণের কাছে তাঁর আবেদন ছিল স্পষ্ট, ‘যারা রামের নন, তারা আমাদের কোনও কাজের নন। উত্তরপ্রদেশের মতোই বিহারেও মাফিয়া শাসনের অবসান হবে।’ তিনি এনডিএ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে বিহারকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান সকলকে।
  • Link to this news (প্রতিদিন)