‘লিখিত কারণ না জানিয়ে গ্রেপ্তার নয়’! ব্যক্তি স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের
প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ব্যক্তি স্বাধীনতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় পুলিশ-সহ সব তদন্তকারী সংস্থাগুকে গ্রেপ্তার করার কারণ লিখিতভাবে অভিযুক্তকে জানাতে হবে। আদালত আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি যে ভাষায় বোঝে সেই ভাষাতেই কারণ জানাতে হবে তদন্তকারী সংস্থাকে।
দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এজি মাসিহ জানিয়েছেন, সংবিধানের ২২(১) ধারার অধীনে গ্রেপ্তারির কারণ জানা অভিযুক্তের মৌলিক অধিকার। এই অধিকার সব ধরণের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতিয় ন্যায় সংহিতায় বর্ণিত অপরাধের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে শীর্ষ আদালত।
আদালতের নির্দেশ, গ্রেপ্তারির পরেই অভিযুক্তকে লিখিতভাবে জানানো সম্ভব না হলেও মৌখিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তারির কারণ জানাতেই হবে। আদালত তাঁর বিস্তারিত জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারির কারণ না জানানো হলে পরবর্তীকালে এই গ্রেপ্তারি অবৈধ বলে গণ্য হবে। পাশাপাশি, অভিযুক্ত ব্যক্তি মুক্তির দাবি করতে পারবেন।
২০২৪ সালে মুম্বইয়ের ওয়রলি এলাকায় একটি বিএমডব্লিউ গাড়ির দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত মহির রাজে শাহ বনাম মহারাষ্ট্র মামলার শুনানির সময় এই নির্দেশ দেয় আদালত।