• ফের অ্যাকশনে ইডি! এবার মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: ফের অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।শুক্রবার সাতসকালে ফের ইডির হানা শহরে। ২০১৫ সালের একটি মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ওই মামলায় টাকা পাচারের লেনদেন খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। এই একই মামলায় উত্তর শহরতলীর আরও এক হোটেল মালিকের বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।

    শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইডি। সঙ্গে ছিল সেনাবাহিনীর জওয়ানরা। ইঞ্জিনিয়ারের বাড়ি ঘিরে রাখেন তাঁরা। ভিতরে তল্লাশি চালায় আধিকারিকেরা। জানা গিয়েছে, মানবপাচারের আর্থিক তছরুপে অভিযোগে অভিযান চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, বাগুইহাটির একটি মানবপাচারের মামলা দায়ের হয়। পরে ইডি আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করে । এবার শহরের একাধিক জায়গায় হানা দিল তদন্তকারীরা। 

    সম্প্রতি একাধিক মামলায় সক্রিয় হয়ে উঠেছে ইডি। বিশেষ করে বালি পাচার মামলায় দীর্ঘদিন ধরে চলছিল তল্লাশি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার একাধিক ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। সংস্থার কর্মী থেকে শুরু করে বালি যে ট্রাকে নিয়ে আসা হয়, তার চালকদের বাড়িতেও তল্লাশি চলে। তারপর বৃহস্পতিবার বালি পাচার মামলায়   তদন্তকারীরা ব্যবসায়ী অরুণ শরাফকে গ্রেপ্তার করে। তারপরই আজ, শুক্রবার সকালে মানব পাচার মামলায় তল্লাশি ইডির।
  • Link to this news (প্রতিদিন)