• দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ, কেন্দ্রকে সাফ নির্দেশ হাই কোর্টের, আপত্তি নেই কেন্দ্রেরও
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়: বাংলায় দ্রুত একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কড়া নির্দেশ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি বকেয়া টাকা নিয়ে হলফনামা আদানপ্রদান জন্য একমাস সময় দিয়েছে আদালত। এরপরই আদালতে মোদি সরকারের অবস্থান বদল। কাজ শুরু করতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। একমাস পর মামলার পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে।

    রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টে। কোনও কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, বলে মন্তব্য করেন কলকাতা হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। শীর্ষ আদালতে মামলাটি ওঠে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানি শেষে ১০০ দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। সেই সংক্রান্ত মামালার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সেই শুনানিতে কেন্দ্রকে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রও জানাল কাজ শুরু করতে আপত্তি নেই তাঁদের।

    উল্লেখ্য, গত তিনবছর ধরে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। এই নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস একাধিকবার সোচ্চার হয়েছে। শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে বহু প্রতিবাদ করেছে তৃণমূল। এমনকী দিল্লির দরবারে গিয়েও দাবি পেশ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। অবশেষে সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট নির্দেশে সেই সমস্যা মিটতে চলেছে।  
  • Link to this news (প্রতিদিন)