• চাটাই পেতে এনিউমারেশন ফর্ম বিলি BLO-র, সঙ্গী তৃণমূলের BLA, অভিযোগ বিজেপির
    এই সময় | ০৭ নভেম্বর ২০২৫
  • গাইডলাইন আগেই বেঁধে দিয়েছে কমিশন। ট্রেনিংও হয়েছে। কিন্তু বিএলও-দের ফর্ম বিলি নিয়ে অভিযোগ উঠছে বার বার। এ বার নিয়ম ভেঙে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার দেলুয়া এলাকায়। গ্রামের মাঝে চাটাই পেতে ক্যাম্প করে এনিউমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল বিএলও-র বিরুদ্ধে। মেদিনীপুর বিধানসভার দেলুয়া এলাকায় ১৪০ নম্বর বুথের ঘটনা।

    বিজেপির অভিযোগ, বিএলও যখন মাটিতে বসে ফর্ম বিলি করছেন। তখন তাঁর পাশে বসে ছিলেন ওই এলাকায় তৃণমূলের BLA-2। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। চাপের মুখে পড়ে বিএলও মিনু মাঝি স্বীকার করে নিয়েছেন, কাজটি ‘নিয়মবিরুদ্ধ’। তিনি বলেন, ‘গত তিনদিন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছি।’ যদিও স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, তাঁরা বিএলও-এর

    যদিও বিজেপির দাবি, বিএলও কোনওদিন বাড়ি বাড়ি যাননি। প্রথমদিন থেকে চাটাই পেতে বসে এনিউমারেশন ফর্ম বিলি করেছেন তিনি। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র সহ-সভাপতি শঙ্কর গুছাইতের অভিযোগ, গোড়া থেকে নিয়ম ভেঙে কাজ করছেন ওই বিএলও।

    মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা স্থানীয় বিধায়ক সুজয় হাজরা অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, ‘বিজেপি নিজেদের এজেন্ট (BLA-2) দিতে পারছে না বলে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করছে। আমাদের বিএলএ তাঁর দায়িত্ব পালন করছেন। বিএলও যদি সত্যিই কোথাও গাইডলাইন উপেক্ষা করে থাকেন, সেটা দেখা কমিশনের দায়িত্ব। তবে, দেলুয়ার বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি।’

  • Link to this news (এই সময়)