• বাতাসে বিষ, সরকারি কর্মীদের অফিস টাইম নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি সরকারের
    এই সময় | ০৮ নভেম্বর ২০২৫
  • প্রবল বায়ুদূষণে নাজেহাল দিল্লি। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে দূষণের কথা বিচার করে সরকারি দপ্তরের কাজের সময় নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

    ১৫ নভেম্বর থেকে শুরু হবে সে ভাবে কাজ। Staggered hours চালু করা হবে বলা হয়েছে। এর অর্থ, কোনও দপ্তরের কর্মীদের কাজের সময় শিফটে ভেঙে দেওয়া হবে। সবাই একই শিফটে কাজ করার বদলে এক একজন এক রকম সময়ে শুরু করবেন কাজ।

    দিল্লির সামগ্রিক বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ উদ্বেগজনক। শুক্রবার Very poor ক্যাটিগরিতে ছিল বায়ুর মান। এ দিন AQI ছিল ৩০৯ (সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুযায়ী)। দিল্লি রাজধানী ও লাগোয়া এলাকায় ৩৮টি মনিটরিং স্টেশন রয়েছে। তার মধ্যে ২৬টিতেই পরিস্থিতি Very poor ক্যাটিগরিতে রয়েছে। সবচেয়ে দূষিত বাওয়ানা, সেখানে AQI ৩৬৬। তারপরেই রয়েছে জাহাঙ্গিরপুরী, সেখানে AQI ৩৪৮।

    ০-৫০: Good

    ৫১-১০০: Satisfactory

    ১০১-২০০: মডারেট

    ২০১-৩০০: খারাপ

    ৩০১-৪০০: খুব খারাপ

    ৪০১-৫০০: Severe

  • Link to this news (এই সময়)