সংবাদদাতা, ময়নাগুড়ি: এলাকার বাঁশ ঝাড় থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে আজ, শুক্রবার ময়নাগুড়ি ব্লকের ভোট পট্টি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুকারু ডাকুয়া (২৮)। তাঁর পরিবারের লোকজনরা এদিন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় পরিজনেরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তাঁর দেহ উদ্ধার হয়।