• অভিষেকের জন্মদিনে ২০ হাজার স্কোয়ার ফিটের রঙ্গোলিতে শুভেচ্ছা
    দৈনিক স্টেটসম্যান | ০৮ নভেম্বর ২০২৫
  • আজ তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিনে ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি তৈরি করে শুভেচ্ছা জানালেন যুব তৃণমূলের কর্মীরা। বিশালাকার এই রঙ্গোলি বিশ্বরেকর্ডের দোরগোড়ায়।

    প্রতি বছর জন্মদিনে বিকেলে পথে নেমে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক। এবছর জন্মদিনে তাঁর জন্য বিশেষ আয়োজন করেছে যুব তৃণমূল। ২০ হাজার স্কোয়ার ফিটের একটি থ্রিডি রঙ্গোলির মাধ্যমে অভিষেককে শুভেচ্ছা জানানো হয়েছে বলে খবর।

    মধ্যপ্রদেশের তৈরি রঙ্গোলি ছিল দেশের মধ্যে সব থেকে বড় রঙ্গোলি। প্রায় ১৮ হাজার স্কোয়ার ফিটের রঙ্গোলি। গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিল ওই রঙ্গোলি। সেটিকে ছাপিয়ে গেল ২০ হাজার স্কোয়ার ফিটের অভিষেকের রঙ্গোলি।

    লিমকা বুক অফ রেকর্ডস ও গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই রঙ্গোলির তথ্য পাঠানো হয়েছে। প্রতিবছরই কলাকাতা ও সংলগ্ন শহরতলি এবং রাজ্যের বিভিন্ন জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। জন্মদিনের কেক কাটা হয়। দূরদূরান্ত থেকে অনুরাগীরা কলকাতায় তাঁর সঙ্গে দেখা করতে আসেন। এবারও তার অন্যথা হচ্ছে না।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)