• আত্মীয়দের তথ্য বিভ্রান্তি নিয়ে কমিশনকে চিঠি তৃণমূল কংগ্রেসের
    দৈনিক স্টেটসম্যান | ০৮ নভেম্বর ২০২৫
  • এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে মৃত্যুমিছিল আর বিতর্ক দানা বেঁধেছে। সেই আবহে এবার কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য এবং বিএলওদের কাছে থাকা নির্দেশিকা নিয়ে অসঙ্গতি তৈরি হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। দাবি করা হচ্ছে, এর জেরে বিপাকে পড়েছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যের একাধিক জেলায় ডেটা এন্ট্রির কাজ কার্যত আটকে গেছে। এবার এই অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।

    তৃণমূলের বক্তব্য, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, ভোটার তালিকার তথ্য সংগ্রহের সময় নিজের নামের পাশাপাশি আত্মীয়ের তথ্যও দেওয়া যাবে। কমিশনার জানিয়েছিলেন, চাচা বা কাকার মতো ঘনিষ্ঠ আত্মীয়ের নামও ফর্মে লেখা যাবে। শুধু বাবা-মা বা দাদু-দিদিমা নয়। অন্য রক্তের সম্পর্ককেও স্বীকৃতি দেওয়া হবে স্পষ্ট ভাবেই ব্যাখ্যা করা ছিল।

    তবে বিএলও-দের জন্য কমিশনের যে অফিসিয়াল সফটওয়ার রয়েছে তাতে অন্য কিছুই দেখা যাচ্ছে। বিএলও অ্যাপ-এ রিলেটিভ অংশে সীতিত বিকল্পই রয়েছে। বাবা, মা, ছেলে, মেয়ে, নাতি-নাতনি এবং ট্রান্সজেন্ডার। সেখানে কাকা, পিসি, ভাইবোন বা অন্য আত্মীয়ের জন্য কোনও বিকল্প নেই। এর ফলে কমিশনের ব্যাখ্যা এবং সফটওয়ারের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। যার জেরে বহু নাগরিকের তথ্য বিএলওরা আপলোড করতে পারছে না বলে অভিযোগ।

    এই বিষয়টি প্রশাসনিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছে বিএলও সংগঠনগুলি, দাবি তৃণমূলের। আবার কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যের সঙ্গে ফিল্ড সফটওয়ারের নির্দেশিকা না মেলায় ভোটার তালিকা সংশোধনের কাজেও জটিলতা তৈরি হয়েছে। সফটওয়ার এবং মৌখিক ব্যাখ্যার মধ্যে যাতে মিল থাকে তা নিয়ে স্পষ্ট নির্দেশকা জারি করার দাবি জানিয়েছে বিএলওরা। না হলে বিশেষ এসআইআরের কাজে গতি ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    সারা রাজ্যে বুধবার রাত ৮টা পর্যন্ত ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ৮টার হিসেব অনুযায়ী সেই সংখ্যা ছাড়িয়েছে ২ কোটিরও বেশি। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২.০১ কোটি এনামুরেশন ফর্ম বিলি করা হয়েছে।

    রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথে এই কাজ চলছে। কমিশনের তথ্য অনুযায়ী, বিএলও-দের পাশাপাশি স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট নিয়োগ করেছে। বিজেপির নিযুক্ত বিএলএর সংখ্যা ৩৭ হাজার ৭০০। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। এরপর সবচেয়ে বেশি বিএলএ নিযুক্ত করেছে তৃণমূল। তাদের সংখ্যা ৩৫ হাজার ৩৬৪। সিপিএমের সংখ্যা ২৯ হাজার ১৬০ এবং কংগ্রেসের ৬ হাজার ৯৯৯।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)