সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশকর্মীদের ধার্মিক জীবনযাপনে অভ্যস্ত করে তুলতে নয়া উদ্যোগ মধ্যপ্রদেশ সরকারের। রামচরিত মানসের পর এবার রাজ্যের কনস্টেবলদের প্রশিক্ষণে বাধ্যতামূলক করা হচ্ছে ভগবতগীতা পাঠ। সম্প্রতি এই বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে বিজেপির মোহন যাদব সরকারের তরফে।
মধ্যপ্রদেশের ৮টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গত জুলাই মাস থেকে প্রশিক্ষণ চলছে ৪০০০ যুবক-যুবতীর। আগামী ৯ মাস ধরে চলবে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের অংশ হিসেবেই এবার যুক্ত হচ্ছে ভগবত গীতা পাঠ। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন মধ্যপ্রদেশ পুলিশের এডিজি রাজাবাবু সিং। এ প্রসঙ্গে ১৯৯৪ সালের ব্যাচের ওই আইপিএস আধিকারিক বলেন, ভগবত গীতার অন্তত একটি করে অধ্যায় হবু পুলিশকর্মীদের জেনে রাখা উচিত। প্রশিক্ষণের অংশ হিসেবে হবু পুলিশকর্মীদের প্রত্যহ সকালে গীতা পাঠ করতে হবে। ওই আধিকারিক আরও বলেন, ভগবতগীতা আমাদের শ্বাশ্বত ধর্মগ্রন্থ। যা নিয়মিত পাঠ করলে হবু পুলিশকর্মীরা ধার্মিক জীবনযাপনে অভ্যস্ত হবেন, অন্যদেরও অবগত করবেন।
অবশ্য মধ্যপ্রদেশে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে মধ্যপ্রদেশে ডিজি ট্রেনিংয়ে রামচরিতমানস পাঠ বাধ্যতামূলক করেছিলেন এই পুলিশকর্তা। সেবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, পুলিশ প্রশিক্ষণে শৃঙ্খলাবোধ একান্ত জরুরি। আর সেই বোধ তৈরি করতে গেলে রামচরিত পাঠ একান্ত প্রয়োজন। রাম যে ১৪ বছর বনবাসে ছিলেন সেই সময়ের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে জানা প্রয়োজন। এতে পুলিশ আধিকারিকরা কর্তব্য ও শৃঙ্খলা সম্পর্কে জ্ঞানলাভ করবেন। উল্লেখ্য, ২০১৯ সালে গোয়ালিয়রের পুলিশ প্রধান থাকাকালীন কারাগারের বন্দিদের গীতাপাঠের নির্দেশ দিয়েছিলেন এই পুলিশকর্তা।