• দাদার সঙ্গে খেলতে খেলতে পুকুরে শিশু! কয়েক মিনিটেই উদ্ধার করলেও শেষরক্ষা হল না
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বাড়ির সামনে পুকুরের পাশে খেলছিল দুই ভাই। ভাবতেই পারেনি কী বিপদ অপেক্ষায়। আচমকা পুকুরে পড়ে যায় আড়াই বছরের খুদে। দাদা গিয়ে পরিবারের সদস্যরা জানালে কয়েক মিনিটেই তাকে উদ্ধার করে পরিবার। কিন্তু শেষরক্ষা হল না। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ সামির। হাওড়ার দ্বীপাঞ্চল ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকার বাসিন্দা সে। অন্যান্যদিনের মতোই শুক্রবার দুপুরে ৯ বছর বয়সী দাদার সঙ্গে পুকুরের পাড়ে খেলছিল আড়াই বছরের সামির। জানা যায়, তখনই কোনওভাবে পুকুরে পড়ে যায় সে। বিপদ বুঝে দাদা ছুটে গিয়ে জানায় পরিবারের সদস্যদের। জানতে পারেন প্রতিবেশীরা। শিশুটিকে উদ্ধারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নামেন পুকুরে। কয়েক মিনিটের মধ্যেই উদ্ধার হয় শিশুটি। তবে তখন সে অচৈতন্য।

    তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা খুদেকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভাইকে বাঁচাতে দাদা ঝাঁপ দিলে আরও বিপদ ঘটতে পারত। বরাতজোরে সে বেঁচে গিয়েছে, এমনটাই বলছেন মৃতের প্রতিবেশীরা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। 
  • Link to this news (প্রতিদিন)