• ২০১০ সালে গুড়াপে তৃণমূলকর্মী খুনের মামলার সাজা ঘোষণা হবে চুঁচুড়া আদালতে
    আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৫
  • ১৫ বছর আগে ঘটে যাওয়া এক তৃণমূলকর্মী খুনের মামলায় সাজা ঘোষণা হবে শুক্রবার। সাজা ঘোষণা হবে চুঁচুড়া আদালতে।

    সূত্রের খবর, ২০১০ সালে খুন হয়েছিলেন তৃণমূলকর্মী ক্ষুদিরাম হেমব্রম। সেই সময় তাণর ছেলের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। ওই বছরের এক বিকালে বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আর ঘরে ফেরা হয়নি। পরের দিন নদীর পড়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় তাঁর। ঘটনার তদন্তে নেমে ১০ জন বামকর্মীকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ। সাজা চলাকালীন দু’জনের মৃত্যু হয়। জামিন পেয়েছিলেন বাকিরা। বৃহস্পতিবার তাঁদের দোষী সাবস্ত করলেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত বিচারক সঞ্জয় কুমার শর্মা।

    শুক্রবার পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া চার্জশিট এবং ১২ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে তাঁদের সাজা ঘোষণা করবে আদালত।
  • Link to this news (আনন্দবাজার)