• SIR Online Application: অনলাইনে এনিউমারেশন ফর্ম পূরণের লিঙ্ক চালু কমিশনের, কী ভাবে আবেদন করবেন?
    এই সময় | ০৮ নভেম্বর ২০২৫
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন BLO-রা। এ বার অনলাইনেও এনিউমারেশন ফর্ম ফিলআপ করা যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইন ফর্ম পূরণের লিঙ্ক আপলোড করা হয়েছে।

    কমিশন সূত্রে খবর, যাঁরা বিএলওদের কাছ থেকে সশরীরে ফর্মটি নিতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারেন। মূলত, যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য এই ব্যবস্থা খুবই সুবিধাজনক। এ ছাড়া প্রবাসীদের জন্যেই অনলাইনে ফর্ম ফিলআপ অপশনটি খুবই উপযোগী। কমিশনের অ্যাপ ইসিআইনেট-এ গিয়েও কেউ চাইলে ওই ফর্ম পূরণ করতে পারেন।

    কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের সামনে বসে অফলাইন মাধ্যমে যে ভাবে ফর্ম পূরণ করতে হত, সে ভাবেই অনলাইনে করতে হবে। এর পর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা রয়েছে।

  • Link to this news (এই সময়)