কলকাতায় সক্রিয় ইরানি কেপমার গ্যাং! দুই এলাকায় লক্ষাধিক টাকা চুরি এটিএমে এবং মিনিবাসে, গ্রেফতার দু’জন
আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৫
আবার কলকাতায় ‘ইরানি কেপমার গ্যাং’-এর দৌরাত্ম্য! উল্টোডাঙা এবং ফুলবাগান এলাকায় দুই ভিন্ন ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। দু’টিই চুরির ঘটনা। একটা এটিএম থেকে, অন্যটা মিনিবাসে!
উল্টোডাঙা থানা এলাকায় এক বৃদ্ধাকে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার অছিলায় ১৫ হাজার টাকা হাতানোর অভিযোগ। ঘটনাটি ঘটে গত মাসের ২২ তারিখ। অভিযোগকারিণী রুবি বসু জানান, সে দিন উল্টোডাঙার একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। কিন্তু নিয়ম তেমন জানা ছিল না তাঁর। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এগিয়ে আসেন সাহায্যের জন্য। প্রথমে ওই বৃদ্ধা কিছু বুঝতে পারেননি। ১৫ হাজার টাকা এটিএম থেকে তোলার পর কৌশলে পালিয়ে যান অভিযুক্ত।
অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে উল্টোডাঙা থানার পুলিশ। অভিযোগকারিণী জানান, ঘটনাটি ঘটেছে দুপুর ২টো থেকে আড়াইটার মধ্যে। পুলিশ তদন্তে নেমে ওই এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেই ফুটেজ থেকেই অভিযুক্তকে শনাক্ত করা হয়। তার পরে বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে জাভেদ হুসেন ইরানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, জেরার মুখে অভিযোগ স্বীকার করেন অভিযুক্ত। তাঁর কাছ থেকে ১৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তি কুখ্যাত ইরানি কেপমার গ্যাংয়ের সদস্য।
অন্য দিকে, ফুলবাগান এলাকায় দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগে আভেদ ইরানি নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর বড়বাজার থেকে কাঁকুড়গাছি যাওয়ার পথে মিনিবাসে দীপঙ্কর মণ্ডল নামে ব্যক্তির থেকে দেড় লক্ষ টাকা চুরি হয়। এই চুরির ঘটনার তদন্তে নেমে আভেদকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে এক লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকার খোঁজ চলছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে আভেদও ইরানি কেপমার গ্যাংয়ের সদস্য।