• ত্রিপুরা দুর্ঘটনার কবলে স্কুলবাস, মৃত্যু পথচারী
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: দুর্ঘটনার কবলে স্কুলবাস। পশ্চিম ত্রিপুরা জেলার মধুবন কাঁঠালতলি বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসের ধাক্কায় খেলা সরকার (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৯ জন পড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মনফোর্ট স্কুলের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসচালক! আহতদের হাপানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  • Link to this news (বর্তমান)