সাইবার অ্যাটাক? দিল্লি-মুম্বই-কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে পরিষেবায় বিঘ্ন
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথমে দিল্লি। তারপর মুম্বই-কলকাতা। একে একে জয়পুর, লখনউ, বারাণসী। দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক এয়ারপোর্টে বিমান পরিবহণের প্রযুক্তি পরিচালনায় বিপর্যয়। দিল্লিতে আটশোর বেশি ফ্লাইট হয় ঘণ্টার পর ঘণ্টা আটকে রইল অথবা বাতিল করে দেওয়া হল। কলকাতায় এই সংখ্যা ১১। দিল্লি বিমানবন্দর নিয়ে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া যখন দিশাহারা, তখনই দুপুরের মধ্যে খবর এল মুম্বই ও কলকাতাতেও একই অবস্থা। ক্রমেই জয়পুর, বারাণসী, লখনউ। বিমান পরিচালনার মেরুদণ্ড এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমেই ধাক্কা। অটোমেশন সফটওয়্যার আচমকা ওভারলোড হওয়ার পরই সন্দেহ করা হচ্ছে, এটি ম্যালওয়ার আক্রমণ। সফটওয়্যার চালিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিমান পরিবহণের তাবৎ সিস্টেম পরিচালিত হয়, সেই প্রধান ব্যবস্থায় ধস নেমেছে। তাহলে কি সাইবার অ্যাটাক? যে আশঙ্কা ছিল অনেকদিন ধরেই। যদিও প্রাথমিকভাবে সাইবার অ্যাটাকের সম্ভাবনা এয়ারপোর্ট অথরিটি ও কেন্দ্রীয় মন্ত্রক উড়িয়ে দিয়েছে। কিন্তু ম্যালওয়ারের আক্রমণ নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অটোমেটিক মেসেজ সার্ভিস সিস্টেম ব্যবস্থা ছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরিচালনা সম্পূর্ণ ম্যানুয়ালি যুগে ফিরে যেতে হয়। স্বাভাবিকভাবেই দিল্লির ধাক্কা সবথেকে বেশি। কারণ দিল্লি বিমানবন্দর থেকে দিনে গড়ে ১৫০০ ফ্লাইট পরিচালিত হয়। শুধুই একটি এয়ারপোর্টের প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়নি। অটোমেটিক টার্মিনাল ইনফর্মেশন সিস্টেমের মাধ্যমে প্রতিটি বিমানবন্দরের মধ্যে আদানপ্রদান করা হয় আবহাওয়া, ফ্লাইট প্ল্যান, মিড এয়ার পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থা। বহুদিন ধরেই এই ব্যবস্থাই সম্পূর্ণ কম্পিউটার চালিত। পাশাপাশি এখন সিস্টেম আপডেট করা হচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে। দিল্লি বিমানবন্দরে সম্প্রতি সামগ্রিক সফটওয়্যার আপডেট হয়েছে। ঠিক তারপরই এই ঘটনায় আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কিংবা অসামরিক পরিবহণ মন্ত্রকের বিবৃতিতে বারংবার বলা হয়েছে যে, আকস্মিক টেকনিক্যাল সমস্যা হয়েছে এবং সেই কারণে বিমান পরিচালনায় ব্যাঘাত হচ্ছে। তবে দ্রুত সমস্যার সমাধান হবে।
কিন্তু ঠিক কী হয়েছে এবং সত্যিই কোনও সাইবার অ্যাটাকের সূত্র পাওয়া যাচ্ছে কি না, সেটা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত সম্পূর্ণ নীরব কেন্দ্র ও এয়ারপোর্ট অথরিটি। একসঙ্গে একের পর এক শহরের বিমানবন্দরে এই প্রযুক্তি সমস্যা এই প্রথম। তাই সন্দেহ ঘনীভূত হচ্ছে।