স্কুল, হাসপাতাল, স্টেশন চত্বর থেকে পথ কুকুরদের সরাতে সুপ্রিম-নির্দেশ
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে শুরু করে বাস স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স চত্বর—সমস্ত এলাকা থেকে পথকুকুরদের সরাতেই হবে। শুক্রবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পথকুকুরদের কামড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে। শুনানি শেষে বেঞ্চের নির্দেশ, সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও জনবহুল এলাকা থেকে কুকুরদের সরাতে হবে। এমনকি নির্বীজকরণের জন্য পথকুকুরদের যে এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আর তাদের ফেরানো যাবে না। টিকা ও নির্বীজকরণের পর নির্দিষ্ট শেল্টারেই তাদের রাখতে হবে।
আদালতের বক্তব্য, এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে ভূমিকা নিতে হবে। জনবহুল এলাকায় যাতে পথকুকুর না থাকে, তা সুনিশ্চিত করতে নিয়মিত পরিদর্শনে যেতে হবে। আট সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য রাস্তা থেকে গবাদি পশুদের সরানোর জন্য সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। রাস্তা থেকে সরিয়ে তাদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। এনিয়ে নজরদারি চালাতে সড়ক কর্তৃপক্ষের তরফে পৃথক টিম গঠন করতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছেন, অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘পথকুকুরদের সরিয়ে কোথায় রাখা হবে? এই মুহূর্তে কতগুলি শেল্টার রয়েছে? কতগুলি নির্বীজকরণ শিবির হয়? এক্ষেত্রে সহমর্মিতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত।’