• মধ্যপ্রদেশে পুলিশ ট্রেনিং স্কুলে গীতাপাঠের নির্দেশিকাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • ভোপাল: পুলিশ প্রশিক্ষণে গীতাপাঠের নির্দেশিকা। মধ্যপ্রদেশে জারি হওয়া এই নির্দেশিকা ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, এই নির্দেশিকা সম্পূর্ণ অসাংবিধানিক। পুলিশে গৈরিকীকরণের প্রচেষ্টা শুরু হয়েছে। যদিও বিজেপির পালটা সাফাই, সাংস্কৃতিক ও দার্শনিক ভাবনা থেকে এই উদ্যোগ। কংগ্রেস এনিয়ে অযথা রাজনীতি করছে।

    বিতর্কিত এই নির্দেশিকা জারি করেছেন পুলিশের অতিরিক্ত ডিজি (প্রশিক্ষণ) রাজা বাবু সিং। তাঁর নির্দেশ, মধ্যপ্রদেশের আটটি পুলিশ টেনিং স্কুলে প্রশিক্ষণাধীনদের রাতে মেডিটেশন সেশন শুরুর আগে ভাগবত গীতা থেকে একটি অধ্যায় পাঠ করতে হবে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রাজা বাবু বলেন, গীতা পাঠের মাধ্যমে ভাবী পুলিশরা ন্যায়নিষ্ঠ জীবনের শিক্ষা পাবেন। যদিও তাঁর এই ব্যাখ্যায় রাজনৈতিক বিতর্ক থামছে না। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তার তোপ, ‘পুলিশে গৈরিকীকরণের অসাংবিধানিক প্রচেষ্টা চলছে মধ্যপ্রদেশে। নিজস্ব বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণের অধিকার সকলের থাকা উচিত। এই অসাংবিধানিক প্রচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।’ যদিও পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলিতে গীতা পাঠের এই নির্দেশিকাকে সাংস্কৃতিক ও দার্শনিক ভাবনার মোড়ক দিয়েছে বিজেপি। কংগ্রেসকে পালটা তোপ দেগে বিজেপি মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেন, ‘ভারতের মতো একটি দেশে গীতা পাঠকে কেউ সাম্প্রদায়িক ভাবলে তার ভারতীয়ত্ব নিয়েই সন্দেহ তৈরি হয়।’
  • Link to this news (বর্তমান)