• ‘সন্তানকে দোষী ভাবার বোঝা বইবেন না’, মৃত পাইলটের বাবাকে আশ্বাস কোর্টের
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্ত হন মৃত পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের বাবা পুষ্করাজ। সেই মামলার শুনানিতে কেন্দ্রকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পাশপাশি ডিজিসিএ এবং বিমান দুর্ঘটনার তদন্তে থাকা এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকেও নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্যকান্ত মৃত পাইলটের বাবাকে আশ্বস্ত করে বলেন, ‘এদেশের কেউ বিশ্বাস করে না দুর্ঘটনার দায় আপনার ছেলের। প্রাথমিক তদন্তেও সেই ইঙ্গিত নেই।’ বিচারপতি আরও বলেন, ‘এই দুর্ঘটনা অত্যন্ত হতাশাজনক। তবে আপনি সন্তানকে দোষী ভাবার বোঝা বইবেন না।’ উল্লেখ্য, আমেদাবাদ বিমান দুর্ঘটনার পাঁচ মাস পেরিয়েছে। এখনও দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে  বিমানের ‘ফুয়েল কন্ট্রোল সুইচ’ বন্ধ করা নিয়ে দুই পাইলটের কথোপকথন সামনে আসে। যেখানে একজন জিজ্ঞাসা করছেন ‘সুইচ কেন বন্ধ করলে’, অন্যজন উত্তর দিচ্ছেন ‘আমি করিনি’। তার থেকেই জল্পনা শুরু হয়, দুর্ঘটনার দায় কার? এতেই মৃত পাইলট তথা তাঁর সন্তানকে অযথা দোষারোপ করার অভিযোগ তোলেন মৃত পাইলট সুমিতের বাবা।
  • Link to this news (বর্তমান)