মুম্বই: কোনও অবস্থাতেই বন্দেমাতরম গাইবেন না। এমনটাই পণ মহারাষ্ট্রের সমাজবাদী বিধায়ক আবু আসিম আজমির। তাঁর দাবি, এই গান ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। তাই এই গান গাইতে তিনি বাধ্য নন। মহারাষ্ট্র সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তি প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন আজমি। গত ২৭ অক্টোবর মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত স্কুলে এই গান গাওয়ার নোটিশ জারি করে। বন্দে মাতরম লেখার সার্ধশতবর্ষ উদযাপনেই এই বিশেষ পদক্ষেপ নেয় রাজ্য সরকার। নোটিশে বলা হয়েছিল, ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর অবধি রাজ্যের সমস্ত স্কুলে বন্দে মাতরম গানটি গাইতে হবে। এতেই আপত্তি মুম্বইয়ের মানখুর্দ-শিবাজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আজমির। তাঁর দাবি, ভিনধর্মের কাউকে এই গান গাইতে বাধ্য করা যায় না। তাঁকেও কেউ জোর করে এই গান গাওয়াতে পারবে না। বিষয়টাকে বিজেপি সরকারের চক্রান্ত্র বলে উল্লেখ করেছেন তিনি।