• পরিযায়ীরাই ‘এক্স ফ্যাক্টর’: পিকে
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • পাটনা: বিহারের পরিযায়ীরাই এবারের নির্বাচনের ‘এক্স ফ্যাক্টর’। এমনটাই দাবি করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। তিনি জানান, বিহারের যে সমস্ত মানুষ ছটপুজো উপলক্ষ্যে বাড়ি ফিরেছিলেন, কিন্তু ভোট দেওয়ার জন্য এখনও কাজে যোগ দেননি, তাঁরাই এবারের নির্বাচনে বড় ভূমিকা নেবেন। 

    একদিন আগেই শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। প্রশান্ত কিশোর জানান, এবারের ভোটের আগে এনডিএ ভেবেছিল মহিলাদের কিছু বিশেষ কিছু ঘোষণা করলেই তাঁদের ভোট মিলবে। এবারের ভোটে প্রচুর সংখ্যক মহিলা ভোট দিয়েছেন। কিন্তু বিহারের পরিযায়ীরাই এবারের নির্বাচনে এক্স ফ্যাক্টর। তাঁরা ছট উপলক্ষ্যে বাড়ি ফিরেছিলেন। কিন্তু ভোটের জন্য থেকে গিয়েছেন। বাড়ির সদস্যদের এবারের নির্বাচনে ভোট দিতে উৎসাহও দিয়েছেন। তার প্রভাব এবারের ভোটে পড়বে।
  • Link to this news (বর্তমান)