১৫ বছর পুরোনো খুনের ঘটনার কিনারা করল দিল্লি পুলিশ। স্ত্রীকে হত্যার অভিযোগে বুধবার গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম নরোত্তম দাস। পুলিশ সূত্রে খবর, ২০১০ সালের ৩১মে দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘর থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃতার স্বামী নরোত্তম তারপর থেকেই পলাতক ছিল। স্ত্রীর খুনকে আত্মহত্যার ঘটনা হিসেবে সাজাতে ভুয়ো সুইসাইড নোটও তৈরি করেছিল সে। চলতি বছর একটি সূত্র মারফত অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। ধৃতকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে।