• পুজো শুরুর আগেই বোল্লা মেলায় ভিড়ের সুযোগে পকেটমারের দাপট, গ্রেফতার ১৫
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: শুক্রবার ভোর থেকেই বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা মেলায় ভক্তের ঢল। ট্রেনে, বাসে কাতারে কাতারে মানুষ আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শিলিগুড়ি, কোচবিহার, বহরমপুর এমনকী অন্য রাজ্য থেকেও হাজার হাজার মানুষ বোল্লায় আসছেন। রাতে পুজোর আগে দুপুরে দেবীকে গয়না পরানো হয়। এদিকে ভিড়ের সুযোগ নিয়ে পকেটমারের দল সক্রিয় হয়ে উঠেছে। 

    বিহার থেকে আসা পুরুষ ও মহিলারা পকেটমারি করছে বলে অভিযোগ। তবে পুলিশের সাদা পোশাকের টিম বহু পকেটমারকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৫ জনকে পাকড়াও করেছে পতিরাম থানার পুলিশ। 

    মেলা চত্বরে ভক্তদের নিরাপত্তায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)  ইন্দ্রজিৎ সরকার সহ অন্য আধিকারিকরা তদারকি করছেন।  এসপি বলেন, সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসি ক্যামেরা, ড্রোনেও নজরদারি চলছে। সাদা পোশাকের বাহিনীও ঘুরছে। মহিলাদের নিরাপত্তা দিতে আমাদের টিম সবসময় কাজ করছে। 

    অনেক পকেটমারকে গ্রেফতার করা হয়েছে। পুজোর আগেই মেলায় আসা অনেক ভক্তের ব্যাগ, টাকা, মোবাইল খোয়া গিয়েছে। তাঁরা বোল্লা মন্দিরের পিছনের পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন। 

    এদিন পতিরামের লক্ষ্মীপুরের আশাকর্মী দীপ্তি সরকার মণ্ডলের ব্যাগ চুরি গিয়েছে। তাঁর দাবি, ব্যাগে দুই থেকে আড়াই হাজার টাকা ছিল। মোবাইল ছিল। যা পকেটমারের দল চুরি করেছে। পুলিশকে জানিয়েছি। তপনের লক্ষ্মী বর্মনেরও ব্যাগ চুরি গিয়েছে। এদিকে, শুক্রবার ঘণ্টা তিনেক ধরে কড়া পাহারায় দেবীকে গয়না পরানো হয়। 

    প্রতিমায় সোনারই প্রায় ৯ কেজি গয়না রয়েছে। রুপোর গয়না প্রায় ১০ কেজি। প্রতিবছর মানতের সোনা ও রুপো মাকে দেন ভক্তরা। এবারও বহু সোনা ও রুপোর গয়না জমা হচ্ছে। 

    মন্দির কমিটির সহ সভাপতি স্বর্ণেন্দু মণ্ডল বলেন, দুপুরে মায়ের গয়না পরানো হয়েছে। রাতে পুজো হয়েছে।
  • Link to this news (বর্তমান)