• ভোটার তালিকা সংশোধনীর কাজে ভুলের অবকাশ নেই, শিলিগুড়ি-জলপাইগুড়ির বৈঠকে সতর্কবার্তা কমিশনের
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও শিলিগুড়ি: এসআইআরের ইনিউমারেশন ফর্ম বিলির কাজ খতিয়ে দেখতে শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস সহ অন্যান্য আধিকারিক। উত্তরবঙ্গের এই দুই জেলা সহ রাজ্যে এসআইআরের কাজে সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বৈঠক শেষে এদিন এমনটাই জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। 

    এদিন সকালে জলপাইগুড়িতে আসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। জেলায় এসআইআরের কাজকর্ম কেমন চলছে, তা নিয়ে তাঁরা রিভিউ বৈঠক করেন জেলা পরিষদের অডিটোরিয়ামে। প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ চার কর্তা। জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক শমা পারভীন, ইআরও, এইআরওদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

    জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে আসে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি। এদিন বিকেলে শিলিগুড়ি সার্কিট হাউসে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র সহ বাকি আধিকারিকের সঙ্গে বৈঠক করেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার। সেখানে কয়েকজন বিএলওকে ডেকে নিয়ে তাঁদের কাজ করতে কী কী সমস্যা হচ্ছে তাও জেনে নেন নির্বাচনী কর্তরা। কয়েকটি ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত ত্রুটি মিলেছে। সেসব সমস্যা কাটিয়ে এসআইআর প্রক্রিয়া আরও ভালো করার কথা জানান তিনি। যেকোনও মূল্যে একজন বৈধ ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে সমস্যায় না পড়েন, আবার কোনও অবৈধ ভোটার যাতে তালিকায় না থাকে, তা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। 

    এদিন নির্বাচন কমিশনের তরফে সমস্ত তথ্য দিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার শীর্ষ আধিকারিকদের দেখানো হয়। কোনওভাবে কিছু ভুলের অবকাশ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তালিকা তৈরির দিকে বাড়তি নজরদারি রেখে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস বলেন, ইনিউমারেশন ফর্ম বিলিতে পশ্চিমবঙ্গের পারফরম্যান্স সবচেয়ে ভালো। এ রাজ্যের পারফরম্যান্সে খুশি জাতীয় নির্বাচন কমিশন। বিএলওদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তাঁর জবাব, আমরা সব বিষয় খতিয়ে দেখছি।

    পাল্টা তৃণমূলের তরফে বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করা হয়েছে। এদিন কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সরাসরি আক্রমণ করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি বলেন, নির্বাচন কমিশনার বিএলওদের ক্ষেত্রে যে নির্দেশ দিচ্ছেন, কার্যক্ষেত্রে তা হচ্ছে না। বিএলওদের ক্ষেত্রে সফটওয়ার ঠিকমতো কাজ করছে না। সেটা আপডেট করুন। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাঁর সংযোজন, এসআইআর-এর ক্ষেত্রে সারা দেশে নির্বাচন কমিশনের এক নিয়ম আর বাংলার ক্ষেত্রে অন্য নিয়ম কেন?
  • Link to this news (বর্তমান)