• এগরায় দায়িত্ব বাড়ছে ভাইস চেয়ারপার্সনের, ১১ নভেম্বর ইস্তফা তমলুক পুরসভার চেয়ারম্যানের
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: দলের নির্দেশ মেনেই আগামী ১১ নভেম্বর তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন দীপেন্দ্রনারায়ণ রায়। বৃহস্পতিবারই দলের জেলা সভাপতির কাছ থেকে তিনি ইস্তফা সংক্রান্ত মৌখিক নির্দেশ পেয়েছিলেন। শুক্রবার জেলা সভাপতি সুজিত রায় পুরসভায় এসে ইস্তফা দেওয়ার চিঠি দেন। দীপেন্দ্রনারায়ণবাবু ২০০০সাল থেকে টানা কাউন্সিলার নির্বাচিত হয়ে আসছেন। ২০০২সালে ভাইস চেয়ারম্যান হন। তারপর চারটি টার্মের ভাইস চেয়ারম্যান, দু’টি টার্মের চেয়ারম্যান। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্বও সামলেছেন। চেয়ারম্যান পদ থেকে ইস্তফার মুহূর্তে তিনি এতবছর কাজের সুযোগ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতাও জানান। 

    এদিন ১১টা নাগাদ দীপেন্দ্রনারায়ণবাবু সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, ১০অক্টোবর পূর্ব নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বোর্ড অব কাউন্সিলার্সের মিটিং ডাকা আছে। সেই মিটিংয়ের পরই তিনি ইস্তফা দেবেন।  

    বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের তরফে তমলুক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং এগরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্ত হয়। দুই সাংগঠনিক জেলা সভাপতির কাছে এনিয়ে বার্তা পৌঁছয়। তাঁরা দুই পুরসভার চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৌখিক নির্দেশিকা পাঠান। শুক্রবার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিতবাবু তমলুক পুরসভায় যান। তাঁর হাতে দু’টি খাম ছিল। ইস্তফাপত্র কপি ওই খামবিন্দ ছিল বলে জানা গিয়েছে। চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সেই খাম তুলে দেন। যদিও সেই সময় ভাইস চেয়ারপার্সন লীনা মাভৈ ছিলেন না। তাঁর কপিও চেয়ারম্যানের অফিসে জমা করেন জেলা সভাপতি।

    এদিন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা এগরা পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়েককে হোয়াটসঅ্যাপ করে ইস্তফাপত্র পাঠান। সেই কপি বাহকের মাধ্যমে পুরসভা অফিসে স্বপনবাবুর কাছেও পাঠানো হয়। তাঁকে সরানোর সিদ্ধান্তে স্বপনবাবু বেশ ক্ষুব্ধ। ঘনিষ্ঠদের কাছে এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। কখনও বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে ইস্তফা দিতে বলুক। আবার কখনও জানিয়েছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোন করে ইস্তফা দিতে বলুক। তারপর তিনি ইস্তফা দেবেন।

    এগরা পুরসভার ভাইস চেয়ারপার্সন সোমা চক্রবর্তী নতুন বোর্ডে চেয়ারপার্সন হবেন বলে দলীয় সূত্রের খবর। তবে, ভাইস চেয়ারম্যানের নাম নিয়ে এখনও স্পষ্ট নির্দেশ নেই।

    এই মুহূর্তে তমলুক পুরসভায় ১০৭কোটি টাকায় আম্রুত জল প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কৃতিত্ব নিয়ে বিধায়ক বনাম পুরসভার চেয়ারম্যানের দ্বন্দ্ব ছিল। বিদায়বেলায় দীপেন্দ্রনারায়ণবাবু বলেন, তমলুকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পের কথা আমি উত্থাপন করেছিলাম। তারপর ১০৭কোটি টাকা বরাদ্দ হয়। প্রায় ৭০শতাংশ কাজ হয়ে গিয়েছে। আমরা দু’কোটি টাকা দিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনটেক পয়েন্টের জন্য জমিও কিনেছি। এই প্রকল্পের কৃতিত্ব কার, সেটা তমলুক শহরবাসীর জানা প্রয়োজন। জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, মঙ্গলবার দীপেন্দ্রনারায়ণবাবু পদত্যাগ করবেন। ভাইস চেয়ারপার্সনও পদত্যাগ করবেন। রাজ্য নেতৃত্ব এই নির্দেশ দিয়েছে। নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরনোদের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তিবাবু বলেন, স্বপনবাবুকে ইস্তফা দিতে লিখিত নির্দেশ পাঠানো হয়েছে। এগরার ভাইস চেয়ারপার্সন নতুন বোর্ডের চেয়ারপার্সন হবেন।  পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)