সংবাদদাতা, সিউড়ি: কোথাও বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ, তো কোথাও সঠিক গাইডলাইন মেনে কাজ না করার। এসআইআর শুরুর তিনদিনে বিএলওদের বিরুদ্ধে মেল মারফত এরকম প্রায় ১০৬টি অভিযোগ জানাল বিজেপি। কেবল পদ্মশিবির নয়, একই অভিযোগে সরব সিপিএমও। তবে তৃণমূলের তরফে অভিযোগ শূন্য। তবে জেলা প্রশাসনের সূত্রে জানাচ্ছে, মেল মারফত এরকম কোনও অভিযোগ আসেনি। কিছু মৌখিক অভিযোগ এসেছে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে এসআইআর শুরু হয়েছে। কিন্তু বিএলওদের বিরুদ্ধে অঠিক ভাবে কাজ না করার অভিযোগে সরব বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বেশকিছু জায়গায় বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না। পরিবর্তে শিবির করে তাঁরা ফর্ম বিলি করছে। সাঁইথিয়া পুর এলাকায় এরকম একাধিক ঘটনা সামনে এসেছে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাস বলেন, বিএলওরা ঠিকাঠাক কাজ করছে না। এরকম ১০৬টি অভিযোগ আমরা করেছি। সব অভিযোগই মেল মারফত করেছি। যে যে এলাকায় ঘটনাগুলি ঘটছে, সেখান থেকে বিক্ষিপ্তভাবে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ পাওয়া মাত্র প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তাঁদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। যেখানে তাঁরা বিএলওদের বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ করেছেন। বিশেষ করে পুর এলাকাগুলিতে এই সমস্যা বেশি। সিপিএম নেতাদের দাবি, সিউড়ি পুর এলাকায় ১০ থেকে ১২ জন বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন না। একই চিত্র বোলপুরেও। সেখানেও ১০-১২ জন বিএলওর বিরুদ্ধে একই অভিযোগ। এছাড়া কোথাও কোথাও বিএলওরা কোথায় বসবেন, তা ঘোষণা করছে তৃণমূল। এই সব অভিযোগ লিখিত আকারে জানিয়েছেন তাঁরা। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, অনেক জায়গাতেই বিএলওরা নিয়ম মেনে কাজ করছেন না। আমরা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।
তবে শুক্রবার দুপুর পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে বিএলওদের বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয়নি। তশৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জানানোর মতো কিছু এখনও হয়নি।
অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই রকম কোনও অভিযোগ মেল মারফত তাঁদের কাছে আসেনি। তবে মৌখিকভাবে দু’-একটা অভিযোগ করা হয়েছে। সেগুলির ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা জানান, আমরা নির্দিষ্টভাবে অভিযোগ জানাতে বলেছি। কারণ ওঁরা বলছেন, বিএলও বাড়ি বাড়ি না গিয়ে কোথাও একটা বসে ফর্ম বিলি করছে। আমরা বলেছি নির্দিষ্টভাবে পার্ট নম্বর উল্লেখ করে অভিযোগ জানাতে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।