পূর্বস্থলীতে উদ্ধার হওয়া আধারে নাম, দাঁইহাটে ব্লেড-হামলা যুবকের উপর
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীতে উদ্ধার হওয়া আধার কার্ডগুলির মধ্যে একটিতে তাঁর নাম ছিল। বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে পুলিশ খোঁজখবরও নেয়। রাতে তিনি এসেছিলেন দাঁইহাট শহরে রাস দেখতে। সেখানে রহস্যজনকভাবে ব্লেড-হামলার শিকার হলেন তিনি। কেউ একজন তাঁর পেটে ব্লেড চালিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়! ঘটনাটি অনেকটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা গল্পের মতোই।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সায়ন দফাদার। বাড়ি পূর্বস্থলীর পাটুলির দফাদার পাড়ায়। এদিন, রাতে বন্ধুদের সঙ্গে দাঁইহাটে রাস দেখতে এসেছিলেন। পাইকপাড়া সংলগ্ন সিনেমাহল এলাকার দাঁড়িয়েছিলেন। সেখানেই ছিল পুলিশের কন্ট্রোল রুম। ভিড়ে তিল ধারনের জায়গা ছিল না। অভিযোগ, রাত সাড়ে আটটা নাগাদ আচমকা ভিড়ের মধ্যে কেউ একজন ব্লেড দিয়ে সায়নের পেট ফালাফালা করে দেয়। গল গল করে রক্ত বেরোতে থাকে। পুলিশ সায়নকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পূর্বস্থলীতে আধার কার্ড উদ্ধারের সঙ্গে এই ঘটনার কোনও মিল রয়েছে কি না পুলিশ খতিয়ে দেখছে। হাসপাতালের বেডে শুয়ে সায়ন বলছিলেন, ‘বিলে উদ্ধার হওয়া আধার কার্ডের মধ্যে আমার নামেও নাকি একটি ছিল। পুলিশ সকালে বাড়ি এসে আমার আধার কার্ড দেখতে চায়। আমি সেটা তাদের দেখাই। তারপর পুলিশ চলে যায়। রাতে রাস দেখতে এসেছিলাম। কেউ একজন আমার পেটে ব্লেড চালিয়ে দিয়ে পালিয়ে যায়। আমি কিছুই বুঝতে পারলাম না। আধারকার্ড উদ্ধারের সঙ্গে ব্লেড চালানোর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও ধন্দে রয়েছি। ভীষণ ভয় করছে। পুলিশ যথাযথ তদন্ত করুক।’ পূর্বস্থলী থানার পুলিশ অবশ্য জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে আধার কার্ড উদ্ধারের সঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার ঘটনার কোনও যোগ নেই। তাও তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখবে।
এদিকে, বাইরে থেকে রাস দেখতে এসে এভাবে রক্তাক্ত হওয়ার ঘটনায় শহর জুড়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই এদিন বলেন, ‘শহরের উৎসবে আশপাশের বহু মানুষ আসেন। পুলিশি নিরাপত্তাও জোরদার থাকে। তা সত্ত্বেও কীভাবে এক দুষ্কৃতী যুবকের পেটে ব্লেড চালিয়ে পালিয়ে গেল, তা বেশ চিন্তার। তার উপর ঘটনাটি ঘটেছে পুলিশের কন্ট্রোল রুমের কাছেই। ফলে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।’ বুধবার সকালে পূর্বস্থলী-২ ব্লকের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের পিলা পঞ্চায়েতের শ্রীরামপুর ললিতা বিলের পাশেই একটি জলাজমিতে পড়ে থাকতে দেখা যায় বিপুল সংখ্যক আধার কার্ড। পুলিশ সেখানে গিয়ে ১৭২টি আধার কার্ড উদ্ধার করে নিয়ে যায়৷ যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনবস্তা আধার ছিল। এর পিছনে আধার জালিয়াতি চক্রের যুক্ত থাকার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না অনেকেই। হাসপাতালে ভর্তি হামলায় জখম যুবক।-নিজস্ব চিত্র