• আসানসোলে কাউন্সিলারের বিরুদ্ধে তদন্তে নামল পুলিশ
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মেয়রের করা অভিযোগের ভিত্তিতে কাউন্সিলারের বিরুদ্ধে তদন্ত শুরু করল পুলিশ। ঘটনার তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ শুক্রবার পুরসভার মূল কার্যালয়ে আসে। তারা অভিযোগকারী মেয়রের রুমেই অভিযোগের সাপেক্ষে পুরসভার কাছ থেকে নানা নথি সংগ্রহ করে।

    কয়েকদিন ধরেই আসানসোল পুরসভার রেলপাড় চাঁদমারির পুরসভার কমিউনিটি হল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। হলটি পরিচালনা করার জন্য নতুন একটি সংস্থা বরাত পেয়েছে। পুরসভার কর্মীরা ওই সংস্থাকে হল হস্তান্তর করতে গেলে স্থানীয় কাউন্সিলার সি কে রেশমা বাধা দেন বলে অভিযোগ। অভিযোগ, তাঁর সংস্থা হল পরিচালনার বরাত না পাওয়ায় তিনি এই বিশৃঙ্খলা করছেন। মেয়র তাঁর বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ করেন। ওই কাউন্সিলার পাল্টা পুরসভার একাধিক আধিকারিক ও নতুন সংস্থার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন। মেয়রের করা সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে।পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব বলেন, মেয়রের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তারা আমাদের কাছ থেকে নথি সংগ্রহ করেছে। কাউন্সিলারের করা অভিযোগে শ্রীবাস্তব অভিযুক্ত। এই প্রসঙ্গে পুলিশ কোনও কিছু জিজ্ঞাসাবাদ করেনি বলে তিনি জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)