নন্দীগ্রামে বিজেপি-সিপিএমের হুমকির মুখে ফর্ম বিলি বন্ধ রাখলেন বিএলও
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম নিয়ে যাওয়ার সময়ে বিজেপির হুমকি-ধমকির মুখে পড়লেন নন্দীগ্রামের ২৩৭ নম্বর বুথের বিএলও। বৃহস্পতিবার বেলা পৌনে ১টা নাগাদ নন্দীগ্রাম-১ ব্লকের গড় চক্রবেড়িয়ায় ওই ঘটনা ঘটে। ওই বুথ বিজেপির দখলে। ওই ঘটনার পরই আতঙ্কিত হয়ে ফর্ম বিলি বন্ধ রেখেছেন ওই বুথের বিএলও মহম্মদ আব্দুল মান্নান। শুক্রবার ওই বিএলও সস্ত্রীক নন্দীগ্রাম থানার দ্বারস্থ হন। দু’জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তিনি ফর্ম বিলি করবেন না বলে জানিয়ে দেন। হুমকি-ধমকির কথা নন্দীগ্রামের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, বিডিওকে তিনি জানিয়েছেন।
শুক্রবার বিএলও আব্দুল মান্নান ২৩৭ নম্বর গড় চক্রবেড়িয়ায় বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিলেন। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকজন আছেন বলে আচমকা অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডল ও বাহাউদ্দিন খান সহ কয়েকজন চড়াও হন বলে অভিযোগ। বুদ্ধদেব ২৩৭ নম্বর বুথের বিজেপি নেতা। বাহাউদ্দিন সিপিএম সমর্থক হিসেবে পরিচিত। বিএলওর সঙ্গে কেন তৃণমূলের লোকজন থাকবে, তা নিয়ে ঝামেলা শুরু হয়। তাঁরা রে রে করে তেড়ে যান। শাসক দলের লোকজন এলাকা ছেড়ে চলে যাওয়ার পর টার্গেট হন বিএলও। তাঁকে ‘সাইজ’ করে দেওয়ার হুমকি ধমকি জোটে। পরিস্থিতি উত্তপ্ত দেখে ফর্ম বিলি বন্ধ রেখে ফিরে যান ওই বিএলও।
ওই ঘটনার পরই পরিস্থিতির কথা ইআরও, বিডিওর নজরে আনেন আব্দুল মান্নান। শুক্রবার তিনি আর ফর্ম নিয়ে বুথমুখো হননি। বরং সোজা নন্দীগ্রাম থানায় গিয়ে বুদ্ধদেব মণ্ডল, বাহাউদ্দিনদের বিরুদ্ধে এফআইআর করেন। এনিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির জেলা সহ সভাপতি সাহেব দাস ওই বুথের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। তাঁর মন্তব্য, বিএলওর সঙ্গে বহিরাগত তৃণমূলের ক্যাডার বাহিনী ছিল। গ্রামবাসীদের তাড়া খেয়ে ছুটে পালিয়েছে।
শুক্রবার নন্দীগ্রাম থানায় দাঁড়িয়ে ওই বিএলও বলেন, বাড়ি বাড়ি ফর্ম বিতরণের সময় যথেচ্ছ হুমকি ধমকি পেয়েছি। আমি ভীত। এই অবস্থায় কাজ করতে সাহস পাচ্ছি না। গোটা বিষয়টি ইআরও, বিডিওকে জানিয়েছি। এদিন থানায় অভিযোগ করলাম। উপযুক্ত সুরক্ষা পেলে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে পৌঁছতে পারব।
স্থানীয় কালীচরণপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আব্দুল আলিম আলরাজি বলেন, মহম্মদ আব্দুল মান্নান ২৩৭ নম্বর বুথের বিএলও। বৃহস্পতিবার তিনি বাড়ি বাড়ি ফর্ম বিলি করার সময় বিজেপির লোকজন তাঁকে হুমকি দেওয়ায় তিনি ফর্ম বিতরণ বন্ধ রেখেছেন। ২৩৭ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য সঞ্জীব মণ্ডল বলেন, বুদ্ধদেব মণ্ডল আমাদের দলই করেন। বিএলওর সঙ্গে একটা ঝামেলা হয়েছে শুনেছি। তবে, সবটা আমার জানা নেই। বিএলও মহম্মদ আব্দুল মান্নান।-নিজস্ব চিত্র