অভিষেকের জন্মদিনে কন্যাশ্রী ফুটবল কাপ, জয়ী ইসলামপুর
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
উজির আলি, চাঁচল: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে মালদহের চাঁচল বিধানসভায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য উৎসব।
মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের উদ্যোগে খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুল মাঠে আয়োজিত হয় কন্যাশ্রী ফুটবল কাপ। কেক কেটে, বেলুন ও আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে গোটা মাঠ চত্বর। খেলায় অংশ নেয় কোচবিহারের হলদিবাড়ি ও উত্তর দিনাজপুরের ইসলামপুর কন্যাশ্রী দল। স্কুলছাত্রীদের এই খেলা দেখতে এদিন মাঠে ভিড় উপচে পড়ে।
টানটান উত্তেজনার ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে ইসলামপুর কন্যাশ্রী দল। বিজয়ী দলের হয়ে এক গোল করেন রাখি মণ্ডল, যিনি অসাধারণ পারফরম্যান্সের জন্য নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে। দলের অন্য গোলটি করেন দিয়া বিশ্বাস। দুর্দান্ত সেভের জন্য সেরা গোলকিপারের পুরস্কার পান নন্দিতা মণ্ডল। ম্যাচ শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও পরাজিত উভয় দলকেই স্মারক, ট্রফি ও উপহার দেওয়া হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক। মহিলা ফুটবলারদের এমন প্রাণবন্ত পারফরম্যান্সে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা।
অভিষেকের জন্মদিন উপলক্ষ্যে মাঠে কাটা হয় তিন কেজি ওজনের কেক। ওড়ানো হয় সাদা ও সবুজ রঙের বেলুন। উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলাপরিষদ সদস্য রেহেনা পারভিন ও মর্জিনা খাতুন, চাঁচল ১ ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলি, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা, সহসভাপতি জাকির হোসেন, খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক সহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তৃণমূল নেতা মেহেবুব আলম সরকার (রাজু)।
জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, প্রতিবছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এই কন্যাশ্রী কাপ অনুষ্ঠিত হবে। আমাদের কন্যাশ্রীরা এখন বিশ্বশ্রী, দেশের গর্ব। সম্প্রতি আমাদের মেয়েরা বিশ্বকাপ জিতেছে। মহিলারা কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই। প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনেও খেলাধুলোয় মেয়েদের উৎসাহ জোগাতে এই উদ্যোগ নেওয়া হবে।
বিজয়ী কন্যাশ্রী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন।-নিজস্ব চিত্র