• ‘জিও ট্যাগিং’-এর মাধ্যমে নজরদারি
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের দপ্তরগুলির বিভিন্ন প্রকল্পের কাজের উপর এবার ‘জিও ট্যাগিং’-এর মাধ্যমে নবান্ন থেকে নজরদারি চালানো হবে। অর্থদপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আগে সরকারি প্রকল্পগুলির কাজের উপর নজরদারি চালাতে একটি বিশেষ পোর্টাল চালু করেছিল অর্থদপ্তর। সেটির নাম ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ইউপিএমএস)। গত দুবছরের বেশি সময় ধরে এই পোর্টালটি চালু আছে। সব দপ্তরকে তাদের যাবতীয় নির্মীয়মাণ  প্রকল্প এই পোর্টালে নথিভুক্ত করতে হয়। প্রকল্পের  একদম শুরু থেকে শেষপর্যন্ত সব পর্যায়ে কাজ কতদূর হল, তার উপর নবান্ন থেকে নজর রাখতে পারে অর্থদপ্তর। এবার এই পোর্টালে ‘জিও ট্যাগিং’ ব্যবস্থা যুক্ত করা হল। এর মাধ্যমে প্রকল্পের উপর নজরদারি ব্যবস্থা আরও জোরদার হবে। জিও ট্যাগিং ব্যবস্থায় কোনোকিছুর ভিডিয়ো, স্থির ছবি প্রভৃতিতে সেটির অবস্থান, সময় প্রভৃতি দেখানো হয়। ফলে কোনও প্রকল্পের ছরি পাঠানো হল সেটি যে ঠিকঠাক, তা সহজে চিহ্নিত করা যাবে। প্রকল্পটি ঠিক কতটা হয়েছে তার পরিষ্কার চিত্র পেয়ে যাবে নবান্ন। প্রকল্প অনুমোদন করার পর অর্থদপ্তর তার উপর নজরদারি চালায়, কাজ কতটা এগোচ্ছে। তার উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ে অর্থবরাদ্দ করা হয়। কাজ না করে দপ্তরগুলি যাতে বরাদ্দ টাকা ফেলে রাখতে না পারে তার জন্য নবান্ন আরও একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে। দপ্তরগুলি টাকা ফেলে রাখলে নির্দিষ্ট সময়ের পর ফেরত নিয়ে নেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)