• লিনটন পর্যন্ত কাজ হয়নি, আটকে ২৮ হাজার উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের টাকা না দেওয়ায় ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছে রাজ্য। যার প্রথম পর্যায়ে দু’টি কিস্তিতে ১১ লক্ষ ৯৮ হাজার ৪৫০ জন উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। প্রত্যেককে প্রথম কিস্তির টাকা দেওয়া হলেও দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি ২৮ হাজার ১৫৫ জন উপভোক্তা। কারণ, নিয়ম অনুযায়ী, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তাদের লিনটন বা লিনটেল পর্যন্ত বাড়ি তৈরির কাজ শেষ করতে হয়। এই সুবিধা প্রাপকরা তা করতে পারেননি। এই আবর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তার জন্য যাচাইয়ের পর্ব ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। গ্রামসভা এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে ১৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক জেলা প্রশাসনকে চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরির নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ের ১২ লক্ষের মধ্যে সম্পূর্ণ হয়েছে ৮ লক্ষ ২৬ হাজার ৩৯৬টি বাড়ি। তবে এখনও কাজ শুরুই করেননি ৪ হাজার ৫০৮ জন উপভোক্তা।
  • Link to this news (বর্তমান)