নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালি পাচার মামলায় ধৃত অরুণ শরাফের জামিনের আর্জি খারিজ করল আদালত। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় আবেদন নাকচ করে ১৪ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ইডির কৌঁসুলি অরিজিৎ চক্রবর্তী সওয়ালে বলেন, তদন্তে জানা গিয়েছে ওই ব্যবসায়ী হলেন এই কাণ্ডের মূলচক্রী। ঘুর পথে ভুয়ো নথিপত্র দিয়ে কারবার চালানোর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এর ফলে সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব ক্ষতি হয়েছে। বালি পাচার কাণ্ডের এই চক্রী দীর্ঘদিন ধরে ইডি’র নজরে ছিল। এর আগে তাঁর কলকাতার দু’টি অফিসে তল্লাশি চালিয়ে ১৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। বালি খাদানের লিজ নিয়ে এই ব্যবসায়ী নানা বেনিয়ম করেছেন বলে অভিযোগ। ইডি এ সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার করেছে। সেখান থেকেই নানা ধরণের অনৈতিক কাজকর্মের হদিশ উঠে আসে। ইডির অভিযোগ, ই‑চালানের মাধ্যমে শরাফ যে এই ব্যবসা চালাতেন সেখানে বিস্তর গরমিল। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, বালি তোলার ক্ষেত্রে যে সমস্ত সরকারি নিয়মকানুন আছে তা না মেনে দিনের পর দিন অতিরিক্ত বালি তোলার কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শরাফের বিরুদ্ধে। গত একবছরে ঘুরপথে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগও ছিল। বিচারক উভয়পক্ষের বক্তব্য শোনার পর জামিনের আর্জি খারিজ করে দেন।