• বেলঘরিয়া ও বরানগরে পরপর ছিনতাই, আতঙ্ক
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: পরপর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক বাড়ছে বরানগর ও কামারহাটিতে। দুষ্কৃতীরা পথচারী ও স্কুটার চালকের গলার চেন ছিনতাই করে চম্পট দেয়। দু’টি ঘটনাই ঘটেছে বুধবার রাতে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়। চলতি সপ্তাহে কামারহাটির প্রবর্তক জুট মিল সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার কিনারা হওয়ার আগে ফের নতুন করে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।

    বরানগরের ৭১/১ বি টি রোডের বাসিন্দা নবকুমার নিয়োগী। ওই বর্ষীয়ান ব্যবসায়ী বুধবার রাতে এক বন্ধুর বাড়ির পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে তিনি স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন। রাত ১০টা ৫ মিনিট নাগাদ টি এন চ্যাটার্জি স্ট্রিট ধরে বি টি রোডের দিকে যাচ্ছিলেন তিনি। ওই সময় এক যুবক তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যে দুই যুবক ঝড়ের গতিতে বাইক নিয়ে উধাও হয়ে যায়। নবকুমারবাবু বলেন, এমন ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবিনি। অন্যদিকে, বেলঘরিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন বিপ্লব শ্রীমানি। তিনি পেশায় কুকুর প্রশিক্ষক। তিনি বুধবার রাত ১০টা ২৫ মিনিট নাগাদ বাটা মোড়ের এক কেকের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় আচমকা দুই যুবক বাইক নিয়ে আসে। এরপর আচমকা এক যুবক পিছন থেকে তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। অপর যুবক বাইক নিয়ে রেডি ছিল। সেই বাইকে উঠে তাঁরা চম্পট দেয়।
  • Link to this news (বর্তমান)