নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরোনো গাড়ি কম দামে কেনার টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ। কেরল থেকে গ্রেফতার কমলা করণ মেনন নামে এক ব্যক্তি। তাঁকে কলকাতায় নিয়ে এসেছে শেক্সপিয়র সরণি থানা। কমলার বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেক্সপিয়র সরণি থানা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী প্রতারিত হয়েছেন। তাঁকে পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা আছে বলে কম দামে গাড়ি বিক্রির টোপ দেন কমলা। তারপর দফায় দফায় ২০ লক্ষ টাকা নেন। কিন্তু গাড়ি দেননি। ব্যবসায়ী বারবার যোগাযোগ করার চেষ্টা করেন কমলার সঙ্গে। কিন্তু যোগাযোগ করতে পারেননি। এরপর কয়েক মাস আগে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ জানান। তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত মুম্বইতে আছেন। তবে সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তারপর খবর আসে কমলা কেরলে। এরপর ওয়ারেন্ট ইস্যু করে কেরল গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে শুক্রবার তাঁকে কলকাতায় নিয়ে আসে। জেরা করে ২০ লক্ষ টাকার বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।