নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রগতি ময়দান থানার অ্যাডিশনাল ওসি তথাগত সাধুর তড়িঘড়ি বদলি ঘিরে গুঞ্জন ছড়িয়েছে লালবাজারের অন্দরে। মাত্র কিছুদিন আগেই অতিরিক্ত ওসি হিসেবে এই থানার দায়িত্ব পেয়েছিলেন তিনি। এত তাড়াতাড়ি কেন তাঁকে সরানো হল, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। লালবাজারের অন্দরের জল্পনা, ওই অফিসারের সঙ্গে সুরজ সিং নামের এক দুষ্কৃতীর সখ্য রয়েছে। ক্রিপ্টো কারেন্সি দেওয়ার নাম করে ৮.৯ লক্ষ টাকা লুটের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল প্রগতি ময়দান থানা। লালবাজারের একাংশের দাবি, ফোনেও কথা হতো তাদের। এ বিষয়ে নাকি ওই অফিসার সবই জানতেন। তারপরেও কোনও ব্যবস্থা নেননি বলে কলকাতা পুলিশের সদর দপ্তরের ওই অংশ দাবি করেছে। যদিও সরকারিভাবে লালবাজারের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি রুটিন বদলি বলেই দাবি করেছে লালবাজার। এই লুটের ঘটনায় কোনও পুলিশ কর্মীর যোগ রয়েছে কি না, তা নিয়ে আলাদা করে খোঁজখবর চলছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।