• শহরের দুই জায়গায় কেপমারি, গ্রেফতার ইরানি গ্যাংয়ের ৩
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা ফুলবাগান ও উল্টোডাঙা থানা এলাকায় দু’টি কেপমারিতে জড়িত থাকার অভিযোগে ইরানি গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছেন। জানা গিয়েছে, ১৮ অক্টোবর বিকেলে মিনিবাসে চেপে বড়বাজার থেকে কাঁকুড়গাছি আসার সময় বেসরকারি সংস্থার এক কর্মীর ব্যাগ থেকে দেড় লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ দু’জনকে গ্রেফতরা করা হয়। অন্যদিকে, ২৩ অক্টোবর এটিএম থেকে ১৫ হাজার টাকা তোলার সময় ৭৫ বছরের এক বৃদ্ধাকে সাহায্য করার নাম করে টাকা হাতিয়ে কাগজ গছিয়ে দেওয়ার অভিযোগে আর এক সদস্যকে পাকড়াও করে পুলিশ।
  • Link to this news (বর্তমান)