• পুলিশ অফিসার ও তাঁর কন্যাকে পিটিয়ে মোবাইল-মানিব্যাগ লুট!
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাতর্ভ্রমণকালে দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন এক পুলিশ অফিসার স্বয়ং! তাঁকে মারধরের পর তাঁর মেয়েকে আছাড় মেরে মাটিতে ফেলে মোবাইল ও মানিব্যাগ লুটের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে বর্ধমানের বৈঁচি থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে থানা। লুট হওয়া মোবাইলটি এখনও উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ১৭ অক্টোবর পুলিশের ওই সাব ইনস্পেকটর বছর পনেরোর মেয়েকে নিয়ে আবাসনের কাছেই প্রাতর্ভ্রমণ করছিলেন। অভিযোগ, এইসময় তাঁকে ঘিরে ধরে তিন দুষ্কৃতী। তাতে তিনি কিছুটা ঘাবড়ে যান। কিছু একটা ঘটতে চলেছে বুঝতে পেরেই অভিযুক্তদের কাছে নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেন অভিযোগকারী। কিন্তু তাতে ভয় পাওয়ার বদলে দুষ্কৃতীরা আচমকাই তাঁকে মারধর করতে শুরু করে। ওই অফিসারের অভিযোগ, অভিযুক্তরা হেলমেট নিয়ে এসেছিল। সেটা দিয়েই তাঁর মাথায়, বুকে ও কপালে মারাত্মক আঘাত করা হয়। বাবাকে বাঁচাতে চেষ্টা করে বছর পনেরোর মেয়েটি। তাকে আছড়ে মাটিতে ফেলে দেয় দুষ্কৃতীরা। এতে ওই কিশোরীও আহত হয়। এরপর পুলিশ অফিসারের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ লুট করে চম্পট দেয় অভিযুক্তরা। বিষয়টি জানিয়ে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ করেন ওই অফিসার। তাতে বলা হয়, তিন দুষ্কতী তাঁকে ও তাঁর মেয়েকে মারধর করে মোবাইল ও মানিব্যাগ লুট করেছে। তার ভিত্তিতে লুটের কেস রুজু করেছে পুলিশ। ওই অফিসার ও তাঁর মেয়ের শারীরিক পরীক্ষা করানো হয়। পুলিশ তদন্তে নেমে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। সে তদন্তকারীদের জানায়, এই চক্রের পান্ডা তন্ময় দে ও অভিনব রায় নামে দুজন। তারা প্রাতর্ভ্রমণকারীদের কাছ থেকে মোবাইল, নগদসহ বিভিন্ন জিনিস ছিনতাই ও লুট করে বেড়ায়। তদন্তকারীরা দুর্বৃত্তদের খোঁজ করতে গিয়ে জানতে পারেন, তারা বর্ধমানের বৈঁচিতে রয়েছে। এরপরই বৃহস্পতিবার রাতে গলসি থানা এলাকায় হানা দিয়ে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 
  • Link to this news (বর্তমান)