• ইনিউমারেশন ফর্ম জমা অনলাইনেও
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাত থেকে অনলাইনেও ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া চালু করল নির্বাচন কমিশন। এই পরিষেবা পেতে ভোটার্স সার্ভিস পোর্টাল voters.eci.gov.in-এ এপিক নম্বর বা ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। এরপর  ‘ফিল ইনিউমারেশন ফর্ম’ অপশনে ক্লিক করলেই পৃথিবীর যে কোনও জায়গা থেকে ফর্ম পূরণ করা যাবে। তবে এর জন্য এপিক ও আধার কার্ডে থাকা নামের বানান একই হতে হবে। সেই সঙ্গে এপিকের সঙ্গে ফোন নম্বরের লিংক থাকাও বাধ্যতামূলক।
  • Link to this news (বর্তমান)