• ভূস্বর্গে ‘অপারেশন পিম্পল’, সাতসকালে গুলির লড়াই, খতম ২ জঙ্গি
    এই সময় | ০৮ নভেম্বর ২০২৫
  • শনিবার সাতসকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারাতে দুই জঙ্গিকে খতম করল সুরক্ষা বাহিনী। সন্ত্রাস দমনে ‘অপারেশন পিম্পল’ চালু করা হয়েছিল। সেই অপারেশনেই এই দুই দুষ্কৃতীকে খতম করা হয়েছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সার্চ অপারেশন শুরু করেছে সুরক্ষা বাহিনী।

    সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কিরান সেক্টরের কুপওয়ারায় অনুপ্রবেশের তথ্য পাওয়া গিয়েছিল। তার উপরে ভিত্তি করে ৭ নভেম্বর সেই এলাকায় একটি অভিযান চালানো হয়। সেখানে পৌঁছে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সুরক্ষা বাহিনী। বিষয়টি খতিয়ে দেখতে গেলে গুলি চালায় দুষ্কৃতীরা। জঙ্গি দমনে অপারেশন জারি রাখা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

    উল্লেখ্য, গত ৫ নভেম্বর জম্মু এবং কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই হয়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা যৌথ ভাবে জঙ্গি দমনে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়েছিল। সেই সময়ে সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা তাদের জবাবও দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)