• যান্ত্রিক ত্রুটির কারণে দেরিতে ছাড়ে প্রায় ৮০০ ফ্লাইট, এখন কী পরিস্থিতি দিল্লি বিমানবন্দরে?
    এই সময় | ০৮ নভেম্বর ২০২৫
  • শনিবার সকাল থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটিতে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থায় টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছিল। এর ফলে প্রায় ৮০০টি ফ্লাইটের দেরি হয়। বিমান ওঠানামাতেও বিস্তর সমস্যা তৈরি হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)’-এ যে সমস্যা দেখা গিয়েছিল, তা ধীরে ধীরে ঠিক হয়েছে। ফ্লাইট পরিষেবাও স্বাভাবিক হয়েছে। দেশের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে প্রতিদিন ১৫০০টি ফ্লাইট ওঠানামা করে। শুক্রবার যান্ত্রিক সমস্যার কারণে প্রায় ৮০০টি ফ্লাইট লেট হয়েছিল। বাতিল হয় ২০টি ফ্লাইট।

    দিল্লি এয়ারপোর্ট-এর তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে বলা হয়, AMSS বা অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমটির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। দিল্লি এয়ারপোর্টের অপারেশন স্বাভাবিক ছন্দে ফিরছে। যে কোনও ধরনের সমস্যার সমাধানে কর্তৃপক্ষ নিরলস ভাবে কাজ করছে।

    উল্লেখ্য, শুক্রবার এই বিভ্রাট তৈরি হওয়ার পরে ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার মতো এয়ারলাইন্সগুলিও যাত্রীদের জন্য বিবৃতি জারি করেছিল। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম-এ যান্ত্রিক সমস্যা দেখা গিয়েছে। ফলে ম্যানুয়ালি বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এর জন্য হচ্ছে বিলম্ব। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এই মুহূর্তে দেশের অন্যতম ব্যস্ত একটি এয়ারপোর্ট। প্রতিদিন এই বিমানবন্দর ব্যবহার করেন বহু মানুষ। তা স্বাভাবিক ছন্দে ফেরার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা।

  • Link to this news (এই সময়)