পরিষ্কার আকাশ, প্রবেশ করছে উত্তুরে হাওয়া, শহরে শীতের আমেজ!
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে শীতের আমেজ। একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রা। উত্তুরে হাওয়া প্রবেশ করায় শীত শীত অনুভূত হচ্ছে। আজ, শনিবার থেকেই শীতের প্রথম স্পেল শুরু হল বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিশ জানাচ্ছে আজ, শনিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার।এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে এখনই শহরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আপাতত এই শীতের আমেজই উপভোগ করবেন শহরবাসী। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই, সেই কারণে আপাতত শহর থেকে জেলায় বৃষ্টির পূর্বাভাস মেলেনি। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।