• বরফ গলছে আমেরিকার সঙ্গে! তেজসের জন্য ১১৩টি মার্কিন ইঞ্জিন কিনছে ভারত
    প্রতিদিন | ০৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় পদক্ষেপ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং জিই অ্যারোস্পেসের। শুক্রবার দুই সংস্থা ১১৩টি এফ৪০৪-জিই-আইএন২০ জেট ইঞ্জিন কেনার জন্য চুক্তি করেছে। এর ফলে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান উৎপাদনে বিশেষ সুবিধা হবে।

    সাম্প্রতিক কালে দুই দেশের শুল্ক উত্তেজনার মাঝেই প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানেই আলোচনার কেন্দ্রে ছিল এই ইঞ্জিন পাওয়ার জন্য চুক্তি। কিছুদিন আগেই হ্যালের সঙ্গে ৯৭টি উন্নততর তেজস কেনার চুক্তি করেছে সরকার। সেই চুক্তির তেজস সরবরাহ করতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই চুক্তি। ২০২৭ থেকে ২০৩২ সালের মধ্যে এই ইঞ্জিন এবং অন্যান্য প্রয়োজনীয় প্যাকেজ সরবরাহ করবে জিই।

    জানা গিয়েছে, ৯৭টি উন্নততর তেজসের দাম আনুমানিক ৬৫ হাজার কোটি টাকা। হ্যালের তৈরি নকশা অনুযায়ী তৈরি হবে যুদ্ধবিমানগুলো। প্রায় চার দশক পর অবসর নিয়েছে মিগ-২১। এর পরেই প্রশ্ন উঠেছে বায়ুসেনায় এই জায়গা পূরণ করবে কে? বিশ্লেষকদের ধারণা সত্যি করে শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ফাইটার জেট।

    যদিও, এই তেজস তৈরিতেই বার বার সমস্যার সম্মুখিন হয়েছে হ্যাল। ইঞ্জিনের অপ্রতুলতাই এই সমস্যার মূল কারণ। এরপরেই ইঞ্জিন পাওয়ার বিষয়ে উদ্যোগ নেয় সরকার। সম্প্রতি, মালয়েশিয়ায় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। গত জুলাই মাসে দুই নেতার মধ্যে এক বৈঠকে আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয় দুই দেশ। আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জিই অ্যারোস্পেসের এফ৪০৪ ইঞ্জিনের ডেলিভারি।

    ক্ষমতায় আসার পর থেকেই আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে অন্যতম পদক্ষেপ ছিল দেশের মাটিতে যুদ্ধবিমান-সহ অন্যান্য সমরাস্ত্র তৈরি করা। এই নতুন চুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রে মোদি সরকারের ‘আত্মনির্ভর’ ভারতের পথে বড় পদক্ষেপ।
  • Link to this news (প্রতিদিন)